মালদ্বীপে একই দিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুটি ঘটনায় রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত কামাল আহমেদ (৪৮)—মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। ২০০৬ সালে কর্মসংস্থানের খোঁজে তিনি মালদ্বীপে যান। গত চার থেকে পাঁচ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন (৬৪)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তর বর্ণি গ্রামের মো. সাঈদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন সেলিম উদ্দিন।
দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে মালদ্বীপে অবস্থানরত সহকর্মী এবং তাদের নিজ গ্রামের পরিবার-পরিজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা দ্রুত লাশ দেশে ফেরত পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এবং প্রবাসী সহকর্মীদের প্রচেষ্টায় মরদেহদেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, জানান সংশ্লিষ্টরা।
তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে শোকের নেমে আসে গভীর শোক। দুই প্রবাসীর পরিবার মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী সহকর্মীদের সহযোগিতায় তাদের লাশ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Comments