ফুটবলের আবেগে ঐক্যবদ্ধ প্রবাসীরা—মালদ্বীপে জমজমাট প্রীতি ম্যাচ
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঐক্য, সৌহার্দ্য ও বিনোদন ছড়িয়ে দিতে প্রবাসী ফোরাম মালদ্বীপের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রীতি ফুটসাল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় রাজধানী মালেতে অবস্থানরত দুটি প্রতিদ্বন্দ্বী দল—মহানগর পূর্ব ও মহানগর পশ্চিম।
রোমাঞ্চকর এ ম্যাচে ৩–১ গোলের ব্যবধানে জয় লাভ করে মহানগর পশ্চিম দল। বিজয়ী দলের নেতৃত্ব দেন দলনেতা বেলায়েত, আর মহানগর পূর্ব দলের অধিনায়ক ছিলেন বাবু মিয়া মুন্সী। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের করতালি আর উৎসাহে মুখরিত ছিল পুরো ফুটসাল মাঠ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. ইসমাইল হারুন বান্না, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর সবুর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদুল ইসলাম, সহকারী অফিস সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা।
ম্যাচটি উপভোগ করতে মাঠে জড়ো হয়েছিল হাজারো প্রবাসী বাংলাদেশি। প্রবাস জীবনের ব্যস্ততা ও ক্লান্তির মাঝেও তারা যেন খুঁজে পান এক টুকরো বাংলাদেশের আনন্দ ও আবেগ। খেলা শেষে দর্শক ও খেলোয়াড়রা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে প্রবাসীরা মানসিক প্রশান্তি পাবেন, পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকবেন।
তারা আশা প্রকাশ করেন—বাংলাদেশ ফোরাম মালদ্বীপের মতো অন্যান্য সংগঠনও নিয়মিতভাবে এমন খেলাধুলার আয়োজন করবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রীড়া-বিনোদনের সুযোগ বাড়াতে বাংলাদেশ হাই কমিশনের প্রতি আহ্বান জানান তারা।
প্রবাসের মাটিতে ফুটবলের প্রতি বাঙালির আবেগ আর ঐক্যের প্রতিচ্ছবি হয়ে উঠলো এই প্রথম প্রীতি ফুটসাল টুর্নামেন্ট।
Comments