ভোটার নিবন্ধন জটিলতা নিরসনে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে মালদ্বীপে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন।
২ ডিসেম্বর হাই কমিশনের সম্মেলন কক্ষে এ সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতা ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বিদেশে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ায় প্রবাসী সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে অ্যাপ ব্যবহার করতে গিয়ে প্রযুক্তিগত জটিলতা, ডকুমেন্ট আপলোড সমস্যা এবং যাচাই করতে দেরিসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন আবেদনকারীরা।
হাই কমিশনের (শ্রম) কাউন্সিলর মো. সোহেল পারভেজ প্রবাসীদের প্রশ্নের জবাবে বলেন, প্রবাসীদের নাগরিক অধিকার সুরক্ষায় ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করতে হাই কমিশন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। প্রবাসীদের সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে'।
বাংলাদেশের হাই কমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে থেকেও ভোটাধিকার নিশ্চিত করা সরকারের যুগান্তকারী পদক্ষেপ। অ্যাপ সংক্রান্ত যেসব অসুবিধা প্রবাসীরা তুলে ধরছেন, এগুলো সমাধানে কমিশন সদা সচেষ্ট থাকবে। বিদেশের মাটিতে স্থানীয় আইন মেনে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রবাসীদের আহ্বান জানাই'।
প্রবাসীরা শ্রমব্যস্ততা, ইন্টারনেট সমস্যাসহ অ্যাপের ইন্টারফেস সহজীকরণ ও ঠিকানা যাচাই প্রক্রিয়া সহজ করার দাবি জানান। পাশাপাশি অ্যাপ ব্যবহারে সহায়তার জন্য দূতাবাসে হেল্পডেস্ক বৃদ্ধি এবং টেকনিক্যাল সাপোর্ট জোরদার করার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন—
সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি ইমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ও ঢাকা জার্নাল-এর প্রতিনিধি সোহেল রানা, মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি আলতাফ হোসেন, বাবুল হোসেন, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন, হাই কমিশনের কর্মকর্তা কল্যাণ সহকারী মো. জসীমউদ্দীন, আল মামুন পাঠান, মো: এবাদুল্লাহ এবং হাই কমিশনারের ব্যক্তিগত সহকারী হাবিবুর রহমানসহ প্রবাসী কমিউনিটির নেতারা। তাদের মতে, পোস্টাল ভোট বিডি অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ হলেও ব্যবহারবান্ধব করার জন্য আরও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে হাইকমিশন।
Comments