মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুরক্ষা জোরদারে দ্বীপবাসীর সহযোগিতা চাইল পুলিশ
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে দ্বীপের সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছে দেশটির পুলিশ। সম্প্রতি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৯৩তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইন বৈঠকে মালদ্বীপ পুলিশ কমিশনার ইসমাইল নাভীন এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলমের মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, মালদ্বীপের বিভিন্ন দ্বীপে বাংলাদেশি শ্রমিকদের ওপর সংঘটিত ঘটনাগুলোর তদন্ত, কারণ উদঘাটন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপবাসীর সক্রিয় অংশগ্রহণ তদন্তকে আরও কার্যকর ও দ্রুততর করবে বলে দুই পক্ষই মত প্রকাশ করেন।
পুলিশ কমিশনার নাভীন জানান, মালদ্বীপ ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় দেশই আগ্রহী। বিশেষ করে মালদ্বীপ পুলিশ একাডেমি এবং বাংলাদেশ পুলিশের মধ্যে জ্ঞান-বিনিময়, প্রশিক্ষণ, অপরাধ দমন ও তদন্ত দক্ষতা বৃদ্ধিতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
অপরাধ প্রতিরোধ, তদন্ত এবং প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা মালদ্বীপ পুলিশের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন কর্মকর্তারা।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও সহায়তায় মালদ্বীপ পুলিশের ভূমিকা আরও শক্তিশালী হওয়ার পথ তৈরি হয়েছে বলে দুই পক্ষই বিশ্বাস প্রকাশ করেছেন।
Comments