মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় UNRC এবং বাংলাদেশ হাইকমিশনের বৈঠক
রবিবার (২৩ নবেম্বর) মালদ্বীপে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (UNRC) হাও ঝাং বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারিতে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে মালদ্বীপে অবস্থানরত অভিবাসী শ্রমিকদের (যাদের অধিকাংশই বাংলাদেশি) অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে জাতিসংঘ, বাংলাদেশ ও মালদ্বীপের ত্রিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
UNRC হাও ঝাং জানান, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীরাই বৃহত্তম বিদেশি শ্রমশক্তি এবং তাদের সুরক্ষা জাতিসংঘের অগ্রাধিকারের তালিকায় থাকবে। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে শ্রম অধিকার, জনস্বাস্থ্য ও অভিবাসন বিষয়ে যৌথ সেমিনার এবং কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন, যা UNRC সাদরে গ্রহণ করে।
বৈঠকে মালদ্বীপের মেডিসিন গ্র্যাজুয়েটদের বাংলাদেশে ইন্টার্নশিপ সুযোগ, IOM বাংলাদেশ–মালদ্বীপের সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণেও গুরুত্ব দেওয়া হয়। উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে অভিবাসী কল্যাণ ও আঞ্চলিক টেকসই উন্নয়নকে আরও এগিয়ে নেবে।
Comments