বাংলাদেশে মালদ্বীবিয়ান শিক্ষার্থীদের মেডিকেল ইন্টার্নশিপ সম্পন্ন, বাড়লো সরকারি কোটা
বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেল। বাংলাদেশে মালদ্বীবিয়ান মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় দফার মেডিকেল ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করেছে। এ উপলক্ষে ১৭ নভেম্বর বাংলাদেশে ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও সাশ্রয়ী শিক্ষার কারণে দীর্ঘদিন ধরে বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করছে। তিনি জানান, শিক্ষা কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে এই ইন্টার্নশিপ কর্মসূচি দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করছে।
বাংলাদেশ সরকার ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি মেডিকেল কলেজে ২২৪টি MBBS/BDS আসন ঘোষণা করেছে। এর মধ্যে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ৬টি MBBS ও ১টি BDS আসন সংরক্ষণ করা হয়েছে— যা দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
আবেদনকাল: ১১ নভেম্বর – ২২ ডিসেম্বর ২০২৫ শর্ত: সব নথি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, বাংলাদেশের ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে মালদ্বীপের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ হাইকমিশন মালদ্বীবিয়ান শিক্ষার্থীদের বাংলাদেশে মানসম্মত মেডিকেল শিক্ষার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।
Comments