মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা প্রবাসী সেলিমকে দেশে পাঠালো দূতাবাস
মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা প্রবাসী মো. সেলিমকে (৪৭) দেশে ফেরাতে বাংলাদেশ হাইকমিশন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তায় তার দেশে ফেরার বিমান টিকিট দেয়া হয়।
জানা যায়, ঢাকার উত্তরার বাসিন্দা মো. সেলিম আট বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে যান। প্রথমদিকে রঙের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও পরবর্তীতে দালাল চক্রের প্রতারণায় আনডকুমেন্টেড অবস্থায় পড়ে দীর্ঘদিন ধরে অনিশ্চিত প্রবাস জীবন কাটাতে থাকেন। এ অবস্থায় কর্মস্থলে ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।
দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে দেশে ফেরাতে দূতাবাস উদ্যোগ গ্রহণ করে। মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সোমবার (১০ নভেম্বর) আহত সেলিমের চিকিৎসা ও অবস্থার খোঁজখবর নেন এবং দেশে ফেরার ব্যবস্থাপত্র চূড়ান্ত করেন। পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দূতাবাসের কল্যাণ সহকারী জসিমউদ্দিন।
দীর্ঘ সংগ্রাম ও অনিশ্চয়তার পর অবশেষে আজ দেশে ফিরছেন সেলিম। পরিবারের কোলে ফিরে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যাশা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন।
Comments