মালয়েশিয়ায় মানবেতর জীবনযাপন ১৮০ বাংলাদেশি প্রবাসীর
মালয়েশিয়ায় কর্মরত ১৮০ বাংলাদেশি কর্মী চুক্তিভঙ্গ, হয়রানি ও অর্থিক বঞ্চনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কর্মীদের দাবি, কোম্পানি একাধিকবার মৌখিক, লিখিত প্রতিশ্রুতি রক্ষা না করায় কাজের ও আর্থিক সংকটে পড়েছেন। এতে কর্মীরা ক্ষুব্ধ ও বাধ্য হয়ে ২৩ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছে।
দেশটির সেলাঙ্গার রাজ্যের নিলয়ে অবস্থিত হাই-টেক সিরামিক ডিপিং ফর্মার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডিসেরামের প্রতি তাদের এসব অভিযোগ।
লিখিত চুক্তি অনুয়ায়ী তাদের ভিসা ১৩ অক্টোবরের মধ্যে প্রদান, পাসপোর্ট ফেরত এবং ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল। কিন্তু কোম্পানি কোন প্রতিশ্রুতি রক্ষা করে নাই বলে অভিযোগ কর্মীদের।
তবে এর মধ্যে ৪০ জন কর্মীকে নগদ ফি অর্থ পরিশোধ করলেও বাকি ১৪০ জনকে এখনো কোন অর্থ দেওয়া হয়নি। এমন অবস্থায় দেশে টাকা না পাঠাতে পারায় পরিবার গুলো রয়েছে চরম সংকটে। ভিসা জটিলতা ও বেতন না পেয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন বাংলাদেশি কর্মীরা।
এদিকে, ন্যায্য অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী অ্যান্ডি হল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কোম্পানির গ্রাহকদের এবং বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।
কর্মীদের দাবি, বকেয়া পরিশোধ, পাসপোর্ট ফেরত এবং চুক্তি অনুয়ায়ী চাকরির নিশ্চয়তা দিতে হবে। মালয়েশিয়ার এই কোম্পানিটির বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও বিদেশি কর্মীদের হায়ারানির অভিযোগ নতুন নয়।
Comments