ইতালির মনফালকোনে প্রাক্তন মেয়রকে হত্যার হুমকি, বাংলাদেশি বহিষ্কার

ইতালির মনফালকোনে শহরে বসবাসরত এক বাংলাদেশি নাগরিককে দেশটির পুলিশ ইতালি থেকে বহিষ্কার করেছে। অভিযোগ, তিনি শহরের প্রাক্তন মেয়র ও বর্তমান সংসদ সদস্য আনা মারিয়া চিসিন্তকে হত্যার হুমকি দেন।
গোরিজিয়া পুলিশের সহযোগিতায় ভেনিস বিমানবন্দরের সীমান্ত পুলিশ এ বহিষ্কারাদেশ কার্যকর করে। জানা গেছে, ওই বাংলাদেশি নাগরিকের বয়স ৩৮ বছর। এর আগে তিনি জনশৃঙ্খলা ভঙ্গ ও সম্পত্তি ক্ষতির ঘটনায় পুলিশের নজরে আসেন। ফলে তার কর্মসংস্থান ভিসার নবায়ন আবেদনও নথিপত্রের ঘাটতির কারণে প্রত্যাখ্যাত হয়।
সম্প্রতি তিনি আনা মারিয়া চিসিন্তকে সরাসরি হত্যার হুমকি দেন, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনার পর গোরিজিয়ার প্রিফেত্তোর স্বাক্ষরে বহিষ্কারাদেশ জারি হয়। ভেনিসের মার্কো পোলো বিমানবন্দর থেকে দোহা গামী ফ্লাইটে ওঠার আগেই তাকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।
পুলিশ প্রশাসন জানায়, শুধু হুমকিই নয়, অভিযুক্তের সামগ্রিক আচরণ ইতালিতে বসবাসের অনউপযোগী ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল।
মনফালকোনে দীর্ঘদিন ধরে অভিবাসন ও বহুসংস্কৃতি নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ঘটনার পর শহরে আবারও নিরাপত্তা ও রাজনীতিকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে।
এই ঘটনায় মনফালকোনের বাংলাদেশি কমিউনিটি তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এটি "গুরুতর বর্বর আচরণের বহিঃপ্রকাশ" এবং প্রাক্তন মেয়রের প্রতি এমন হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কমিউনিটির একজন সদস্য বলেন, "আমরা এখানে কাজের উদ্দেশ্যে এসেছি। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। ভয়ভীতি ও ঘৃণা সভ্য সমাজে নিন্দনীয়।"
তারা আরও আহ্বান জানান, একজন ব্যক্তির কর্মকাণ্ডকে যেন পুরো বাংলা কমিউনিটির বিরুদ্ধে ব্যবহার না করা হয়।
Comments