মালয়েশিয়ার এয়ারপোর্টে বাংলাদেশী চোরাচালানের সিন্ডিকেট গ্রেফতার
মালয়েশিয়ার বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী বাংলাদেশে যাওয়া আসা করেন, এর অধিকাংশ বাংলাদেশী কর্মী ও ভ্রমণ ভিসা ধারী। এই নিয়মিত ভ্রমণ ভিসা ধারী ও কিছু সংখ্যাক কর্মীদের মাধ্যমে চোরাচালানের একটি সিন্ডিকেট গড়ে তুলতেছে, বাংলাদেশের চোরাচালানের সাথে জড়িত একটি চক্র।
স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর -১ সেপাং স্বর্ণ ও মোবাইল চোরাচালানের সাথে জড়িত সন্দেহে চার বাংলাদেশীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সন্দেহ ভাজনদের গোয়েন্দা তথ্য, প্রোফাইলইন ভিডিও ও বিমান সুরক্ষা (AVSEC) মিলে একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৬০,০০০ রিংগিতের মূল্যের তিনটি গয়না, বিভিন্ন ব্রান্ডের ১২ টি স্মার্টফোন যার আনুমানিক মূল্য ২২,৭০০ রিংগিত, নগদ ৫,০৪২.১০ রিংগিত এবং ৫টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয়।
চোরাচরানের সাথে জড়িত সন্দেহভাজন চার ব্যক্তিকে আরোও তদন্ত এবং বিচারের জন্য সেলঙ্গার ইমিগ্রেশন ইনফোর্টমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিসার শর্ত লঙ্ঘনের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) ধারার অধীনে চার সন্দেহজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজনকে বৈধ ভিসা না থাকার অপরাধে গ্রেপ্তার করা হয় বলে জানান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।
এটি একটি বড় সাফল্য উল্লেখ করে একেপিএস বলেন,চোরাচালান মোকাবেলা, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নিরাপত্তার সাথে জড়িত সকল বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে।
 
        
      
Comments