মালয়েশিয়ায় পতিতাবৃত্তির সন্দেহ ২ নারীসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ইপোহ কাম্পুং (গ্রাম) ৭ নাম্বার নারকেল বাগানে পতিতাভিত্তির সন্দেহে দুই নারীসহ ছয় বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) ইপোহ পুলিশ প্রধান, সহকারী কমিশনার আবাং জয়নাল আবিদিন আবাং আহমেদ জানান, ৩২ থেকে ৪৯ বছর বয়সী দুই বাংলাদেশি নারী ও ৪ জন পুরুষকে পতিতাবৃত্তির সন্দেহে গ্রেফতার করা হয়, যাদের কাছে বসবাসের জন্য কোন বৈধ নথিপত্র নাই। গ্রেফতার হওয়ার দুই নারী ভ্রমণ পাসের অপব্যবহার করে মালয়েশিয়া বসবাস করছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নারকেল বাগানে পুলিশের বিশেষ অপরাধ প্রতিরোধ অভিযান চালিয়ে পতিতাবৃত্তির কার্যক্রম সনাক্ত করে।

আটক হওয়া দুই নারী নিজেদের স্বামী স্ত্রীর পরিচয় দিলেও ছিল না কোন বৈধ ম্যারিজ সার্টিফিকেট। প্রাথমিক তদন্তে বৃক্ষ রোপণ কর্মীদের রুমে গিয়ে গিয়ে পতিতাবৃত্তি করত বলে ধারণা করা হচ্ছে।
এ সময় পুলিশ প্রধান আরো বলেন, বিদেশি কর্মীদের মালয়েশিয়াতে অপরাধপ্রবণতার হার বৃদ্ধি পাওয়ায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আমরা বিদেশি কর্মীদের গোয়েন্দা নজরদারিতে রাখছি। ইপোহসহ মালয়েশিয়া জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নারিকেল বাগানে থাকা কর্মীদের বোডিং থেকে ১৬ টি কনডম, ম্যাসাজ তেল, ওয়েট ওয়াইপ, নগদ রিঙ্গিত এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলাটি দন্ডবিধির ৩৭২ বি ধারা এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।
Comments