মালয়েশিয়ায় বিয়ামের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল : সভাপতি বশির সেক্রেটারি রফিকুল

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ১ম কেন্দ্রীয় কাউন্সিল এন্ড লিডারশিপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ার অডিটোরিয়ামে হাফেজ বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ও তরুণ নেতাদের উদ্দেশ্যে বলেন, সততা নিয়ে এগিয়ে যাবার পথে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। তবে নিজেকে পরিচ্ছন্ন মানসিকতা ও নীতিনৈতিকতার কোনো বিকল্প নেই। এটি ঠিক রেখে এগিয়ে চললে তোমাদের কেউ হারাতে পারবে না।
মুশফিকুর রহমান ও উসামা বিন আব্দুল বারির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সামিটে বশির ইবনে জাফরকে প্রেসিডেন্ট ও এমডি রফিকুল ইসলামকে সেক্রেটারি করে বিয়াম ২০২৫-২৬ সেশনের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটিতে লিডারশিপ বিষয়ক নানান কলাকৌশল নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল সারওয়ার, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)-এর পিএইচডি গবেষক মো. খাইরুজ্জামান, ইজ্জান গ্লোবাল ট্রেডিং এর সিইও তোফায়েল আহমেদ, বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার উপদেষ্টা এসএম আশিবুর হাসনাত সাদী প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।
বিয়ামের নতুন কমিটির বাকি পদগুলোতে নির্বাচিত ইয়ুথ লিডাররা হলেন, ভাইস প্রেসিডেন্ট রাজিন শাহরিয়ার, মুশফিকুর রহমান, উসামা বিন আবদুল বারী, জয়েন্ট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, ট্রেজারার আরমান মজুমদার, অর্গানাইজেশনাল সেক্রেটারি ফাইজা হুমায়রা, অ্যাকটিং অর্গানাইজেশনাল সেক্রেটারি ওমর ফারুক সৈকত, জয়েন্ট অর্গানাইজেশনাল সেক্রেটারি রাফিদ শরিয়ার জয়, এমপ্লয়মেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাইমিনুল ইসলাম, অ্যালামনাই রিলেশন সেক্রেটারি মেহেদি হাসান সুপ্ত, পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া সেক্রেটারি তাহমিদ তাজওয়ার তামিম, জয়েন্ট পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া সেক্রেটারি ঊষা সুমাইয়া তাবাসসুম, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি রাশেদুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি মোজাম্মেল প্রধানিয়া সৈকত, জয়েন্ট স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি আলিফুর রহমান তুতুল, জয়েন্ট কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ফারজানা ফাতেমা প্রাপ্তি, ওয়েলফেয়ার অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি দিলারা জাহান, ইনোভেশন অ্যান্ড আইটি সেক্রেটারি নজমুল হাসান, জয়েন্ট ইনোভেশন অ্যান্ড আইটি সেক্রেটারি মোঃ আবু সাদাত সায়েম, মেম্বারশিপ কো-অর্ডিনেশন সেক্রেটারি আবদুর রহিম, জয়েন্ট মেম্বারশিপ কো-অর্ডিনেশন সেক্রেটারি সাদ কবির, এডুকেশন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সেক্রেটারি আসিফ, জয়েন্ট এডুকেশন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সেক্রেটারি মোঃ নজমুল হক নাঈম, রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস সেক্রেটারি মারিয়া আক্তার সুইটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স সেক্রেটারি মোঃ ইয়া নাবিউর রহমান, এবং এক্সিকিউটিভ মেম্বার মোঃ তাহসিন ইসলাম।
Comments