মালয়েশিয়ায় ৬ বাংলাদেশী হুন্ডি ব্যবসায়ী আটক
মালয়েশিয়ায় মানি লন্ডারিং এর অভিযোগে সিন্ডিকেটের মূল হোতাসহ ৬ জন গ্রেপ্তার। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ২৭ জুলাই শনিবার পুত্রজায়ার আশেপাশে ৪ টি স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জানা যায়, দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজোরদারি ও সাধারণ জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করে, যাকে এই হুণ্ডি চক্রের মূল হোতা হিসেবে ধারণা করা হচ্ছে। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও পাঁচজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারাও হুণ্ডি চক্রের সাথে জড়িত।
আটক হুণ্ডি চক্রের মূল হতা মালয়েশিয়াতে কর্মী ভিসার পাস থাকলেও বাকি পাঁচজনের মালয়েশিয়াতে বসবাসের কোন বৈধ পাস ছিল না।
এ সময় অভিযান কারী দল মোট ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিতসহ , লেনদেনের বই, দুইটি মোবাইল ফোন ও একটি পেরোডুয়া আলজা গাড়ি জব্দ করে।
হন্ডি সিন্ডিকেট মূলত নিজেদের রক্ষার জন্য পুত্রজায়ায় বিলাস বহুল একটি কনডোমিনিয়ামে ভাড়া থাকত, কেলাং এলেকায় তাদের হাজার হাজার গ্রাহক আছে বলে জানা যায়।
১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি) ধারার অধীনে অপরাধ করার সন্দেহে মূল হোতাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(৩) ধারার অপরাধ করা সন্দেহে পাঁচ জন বাংলাদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশনে তাদেরকে রাখা হয়েছে। এদিকে তদন্তে সহায়তার জন্য একজন স্থানীয় নারী ও দুইজন বাংলাদেশি পুরুষকে অফিসে উপস্থিত থাকার নোটিশ দেওয়া হয়েছে।
Comments