ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম মৃধাকে দেখতে চায় বৃহত্তর কুমিল্লাবাসী

ইতালি বিএনপির আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বৃহত্তর কুমিল্লার কৃতিসন্তান সিরাজুল ইসলাম মৃধা। ১৩ জুলাই (রবিবার) রোমে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী সমর্থকদের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেন।
ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি গাজী সালাউদ্দিন সুইট এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লার সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। প্রধান বক্তার বক্তব্য দেন রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার।

এসময় বক্তারা বলেন, সিরাজুল ইসলাম মৃধা একজন নিরলস পরিশ্রমী ও পরীক্ষিত নেতা। ইতালি বিএনপিকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে তার নেতৃত্ব প্রয়োজন।
সভায় সিরাজুল ইসলাম মৃধা বলেন, "বিএনপির প্রবাসী রাজনীতিতে ইতালির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলকে সুসংগঠিত করতে ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে আমি কাজ করে যেতে চাই। সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হলে দলকে আরও শক্তিশালী ভিত্তিতে গড়ে তুলবো।"

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি হাসানুজ্জামন কামরুল, মোজাম্মেল হক দিপু, হুমায়ুন কবির, মসুম বিল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, রায়হান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হিরা, বিএনপি নেতা নজরুল ইসলাম ঢালী, চুন্নু মৃধা, আজহার মৃধা, নুরল আবছার, একে আজাদ, আলি আক্কাছ বারেক, রোমান উদ্দিন, ফরহাদ হোসেন রাসেল, জলিলুর রহমান, মোঃ সেলিম মিয়া, মোঃ বেলাল হোসেন, মোঃ সাব্বির আহম্মেদ, মোঃ মনির হোসেন খান, আবুল কাশেম পাটোয়ারী, মোঃ সোহেল রানা, মোঃ মোশারফ হোসেন, মোঃ ইকবাল খান, রাশেদ খান, মোঃ কবির হোসেন, রবিউল মোল্লা, এজাজ পাটোয়ারী, মোঃ কাওছার , মোঃ মামুন, মোঃ নাঈম, আব্দুল আজিজ রাজু, বৃহত্তর কুমিল্লার নেতাকর্মী সহ ইতালি বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা মৃধার প্রার্থিতাকে স্বাগত জানান এবং তাকে প্রয়োজনীয় সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম মৃধা দীর্ঘদিন ধরে ইতালির প্রবাসী রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং রোম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ইতালি বিএনপির সহ সভাপতির দায়িত্বসহ বিএনপির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
Comments