ইতালিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ফরলী আত্মপ্রকাশ

ইতালিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ফরলী সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। শনিবার বিকালে স্থানীয় একটি পার্কে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশার মধ্য দিয়ে আলোচনা সভা হয়।
সংগঠনটি প্রধান উপদেষ্টা ফুয়াদ মৃধা পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এতে তানভীর হোসানকে সভাপতি ও মো. ইসরাফিলকে সাধারণ সম্পাদক এবং রুবেল মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫জন সদস্য বিশিষ্ট একটি কমিটির আত্মপ্রকাশ ঘটে।

এই সময় উপস্থিত ফরলী পৌরসভার কর্মকর্তা ও ইতালিয়ান আইনজীবী দের সঙ্গে নিয়ে নব গঠিত কমিটি সদস্যরা কেক কেটে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
এছাড়াও সানতা সুফিয়াসহ আশেপাশে কয়েকটি শহর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় তাদের বক্তব্যেতে নবগঠিত কমিটির কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ফরলী শহরে সামাজিক সব কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রদান করেন। প্রবাসের মাটিতে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে সবসময় কাজ করে যাবে এ সংগঠন। তারা আরো বলেন, আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা চাই বসবাসরত সকল বাংলাদেশিদের উন্নয়নে অংশীদার হতে।

Comments