ইতালিতে চিপরো অত্তাভিয়ানো একতা সমিতির আনন্দ মেলা

রাজধানীর রোমের স্থানীয় ভিলা পামপেলি পার্কে নানান আয়োজনের মাধ্যমে উদযাপন হয় গ্রীষ্মকালীন আনন্দ মেলা। বিশেষ এই আনন্দ মেলার আয়োজন করেন চিপরো অত্তাভিয়ানো একতা সমিতি।
আনন্দ মেলায় সংগঠনের সভাপতি নুর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী শিমুল হোসাইন আলমাস।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সালাউদ্দিন ও সামাজিক ব্যক্তিত্ব মাসুম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী লন্ডন প্রবাসী জুয়েল আহমেদ, মোক্তার হোসেন, মামুন হোসেন, রুবেল রহমান, বেলাল বেপারী, শরিফুল ইসলাম শরিফ, ওয়াসি উদ্দিন হীরা, সাহাব উদ্দিন, মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন, আলমাছ উদ্দিন অনিক, মুরাদ হাসান সাহাব উল্লাহ।
শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা মোঃ নূর আলম নূর, মোকলেছুর রহমান, তাজুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন ব্যবসায়ী বাবুল হোসেন ও রইস উদ্দিন রাকিব।
অনুষ্ঠানের আপ্যায়নে ছিলেন ব্যবসায়ী নয়ন মাহমুদ, সুজন ভৌমিক, সাহাব উদ্দিন, খোরশেদ আলম,আখের উল্লাহ ও কামাল উদ্দিন।

প্রবাসী বাংলাদেশীদের ব্যবসায়িক সংগঠন সিপ্রো অত্তাভিয়ানো একতা সমিতির আয়োজনে আনন্দ মেলায় নানান বয়সী মানুষের নানান রঙের সাজে বাংলাদেশিদের মিলান মেলায় পরিণত হয়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Comments