‘প্রবাসী খেলোয়াড়দের পাশে থাকবো’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিশ্বস্ত উইকেটরক্ষক এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত খালেদ মাসুদ পাইলট দেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় এক দশক তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০০০ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর বাংলাদেশ দলের প্রথম টেস্ট উইকেটরক্ষকও ছিলেন তিনি। খেলার মাঠে তার ঠান্ডা মাথা, কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং এবং পেছনে থেকে দলকে উদ্বুদ্ধ করার গুণ তাকে ভক্তদের প্রিয় করে তোলে।
এই ক্রিকেট কিংবদন্তি এবার রোমে বাংলা প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, যেখানে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় ও কমিউনিটির সদস্যরা তাকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সভায় প্রবাসী তরুণ খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরলে, খালেদ মাসুদ পাইলট প্রতিক্রিয়ায় বলেন, "প্রবাসে থেকেও যারা খেলাধুলা চালিয়ে যাচ্ছেন, তারা সত্যিই দেশের গর্ব। আমি ব্যক্তিগতভাবে এবং দেশের ক্রীড়া মহল থেকে প্রবাসী খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করবো। প্রয়োজনে উপকরণ, প্রশিক্ষণ বা টিম গঠনে সহযোগিতা করা হবে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। দূরে থেকেও দেশের জন্য কাজ করার যে ভালোবাসা আপনাদের মধ্যে আছে, তা আমাদের জন্য অনুপ্রেরণা।" বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমাপনি বক্তব্যে বলেন, "এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একতা, আত্মবিশ্বাস ও জাতীয় সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করে।" বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল হক রাজু, সাংবাদিক শিমুল রহমান, ওয়াহিদুজ্জামান দিপু। সংগঠনের প্রচার সম্পাদক জায়দুল হক সোহেল এর পরিচালনায় কমিউনিটি ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা, মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, ক্রীড়া সংগঠক আব্দুল কাদের, ইমন রহমান, মোজাম্মেল হক, আরিফ আহমেদ আরেফিন, মো: রাসেল ও প্রবাসী খেলোয়াড় বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে রোম ও আশপাশের শহর থেকে আগত বিভিন্ন পেশাজীবী প্রবাসী, খেলোয়াড়, সাংবাদিক ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খালেদ মাসুদের সঙ্গে ছবি তোলা ও স্বাক্ষরের জন্য উপস্থিতদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ।

Comments