আমেরিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের বনভোজন ১০ আগস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক প্রতি বছরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে তাদের ২৯তম বার্ষিক বনভোজন। আগামী ১০ আগস্ট ২০২৫, রবিবার নিউ ইয়র্কের মন্ট্রোস এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত George's Island Park (Pavilion 2)-এ দিনব্যাপী এই আয়োজন হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বনভোজন শুধুই একটি ভোজন-আনন্দ নয়, বরং প্রবাসে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের জন্য এক মিলনমেলা। এই অনুষ্ঠানে পরিবার-পরিজনসহ অংশ নিয়ে সবাই একসাথে আনন্দ করবেন, স্মৃতিচারণ করবেন এবং নবীন-প্রবীণ প্রবাসী এলামনাইদের মধ্যে গড়ে উঠবে আত্মিক সম্পর্কের এক সেতুবন্ধন।

এই অনুষ্ঠানের থিম হিসেবে আয়োজকরা তুলে ধরেছেন একটি চমৎকার বার্তা:
"বনে গেছি সবাই আজ ভিজেছি আড্ডায়, ওই আড্ডায় আজকে আবার ব্রেকের নিষেধ।"
এবারের বনভোজনে থাকবে সুস্বাদু খাবার, মজার গেমস, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য বিনোদনমূলক কার্যক্রম ও আকর্ষণীয় পুরস্কার।
ব্যবস্থাপনার স্বার্থে বনভোজনে অংশগ্রহণে আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
নিবন্ধনের জন্য যোগাযোগ করুন:
ফারহানা আকতার: 646-546-6859
মাকসুদা খানম: 347-761-9656
ইমেইল: cualumni93@gmail.com (উপরের মোবাইল নম্বরগুলোতে SMS করাও অনুরোধ করা যাচ্ছে)
Comments