ইতালিস্থ সন্দ্বীপ সমিতির আয়োজনে নবীন বরণ ও ঈদ পুনর্মিলনী

ইতালি প্রবাসী চট্টগ্রাম সন্দ্বীপ বাসীদের নিয়ে গঠিত সংগঠন সন্দ্বীপ সমিতি ইতালি নির্বাচিত কার্যকরী পরিষদের আয়োজনে নবীন বরণ ও ঈদ পুনর্মিলনী হয়েছে।
মঙ্গলবার রাজধানী রোমে সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহবুবুল মাওলা নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আক্তার জাহাঙ্গীর এবং সাংগঠনিক সম্পাদক এম.ডি আকতার হোসেনের যৌথ সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ও সন্দ্বীপ প্রবাসী কল্যাণ ট্রাস্টের নির্বাহী প্রধান ছাবের মোঃ জামাল, বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা শামসুল কবির, প্রধান সমন্বয়ক মাস্টার মফিজুর রহমান, উপদেষ্টা শহীদুল্লাহ শফিক, শাহীন আলম, আইয়ুব মাইটো, সহ-সভাপতি ফিরোজুল ইসলাম, মহিলা সম্পাদিকা পারভিন আক্তার, নুসরাত জাহান, মহিলা সদস্য কোহিনুর আক্তার পপি, মোছাম্মদ সাথী, জান্নাতুল ফেরদৌস সহ সংগঠনের অন্যান্য নেতারা।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নবীনদেরকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং বিগত দিনে সন্দ্বীপের অনেক প্রবাসী মৃত্যুবরণ করায় তাদের স্মৃতিচারণ করে গভীরভাবে স্মরণ করা হয়।
এসময় নবীন সদস্যরা বলেন সন্দ্বীপ সমিতির কার্যক্রমে তারা মুগ্ধ। 'তবে দুঃখের বিষয় সন্দ্বীপ সমিতির নাম ব্যবহার করে আরেকটি অংশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো চলুন সবাই একসাথে একটি নামে সংগঠন করে মানবিক কাজ করি'।
অনুষ্ঠানে নবীনদের মধ্যে বক্তব্য দেন মোঃ শাকিল, মোঃ আরিফ, ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের পক্ষে বক্তব্য দেন মামুন আহমেদ, রুবেল আহমেদ, এছাড়াও আসরাফ হোসেন ও সোহেল রানা।
শেষে প্রবাসী শিল্পী কেয়া বড়ুয়ার মনোমুগ্ধকর পরিবেশনায় পরিবার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত সকলে।
Comments