মালয়েশিয়ায় বিনা অনুমতিতে পর্যটক বোট চালানোর অপরাধে বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেলেঙ্গানু রাজ্যের একটি পর্যটক এলেকায় জলসীমায় লাইসেন্স বিহীন নৌকা চালানোর অপরাধে ৩০ বছর বয়সী এক বাংলাদেশীকে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। নৌকাটি তিনি স্থানীয় নাগরিকের কাছ থেকে ভাড়া নিয়ে চালাতেন বলে জানা যায়।
স্থানীয় সময় সোমবার (৯জুন) বিকালে পুলাউ পেরহেন্তিয়ান দ্বীপের বাংলাদেশীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পরিচালক ক্যাপ্টেন হামিলুদ্দিন চে আওয়াং। পেরহেন্তিয়ান দ্বীপের পাসির পাঞ্জাং সৈকতে যাওয়ার পথে ইটালিয়ান পর্যটক বহনকারী নৌকাটি জব্দ করা হয়। এ সময় তিনি বলেন বিদেশিদের এ ভাবে নৌকা চালানোর কোনো অনুমতি নেই।
এ সময় ক্যাপ্টেন হামিলুদ্দিন বলেন, প্রাথমিক নথিপত্র চেক করে দেখা গেছে যে, ওই বাংলাদেশীর মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ কাগজপত্র থাকলেও, নৌকা চালানোর জন্য কোনো লাইসেন্স নেই। মার্চেন্ট শিপিং অধ্যাদেশ ( এমএসও) ১৯৫২ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯ এর অধীনে তদন্ত জন্য নৌকা চালক এবং পর্যটক নৌকাটিকে স্থানীয় কুয়ালা বেসুত মেরিটাইম পোস্ট জেটিতে নিয়ে যাওয়া হয়েছে।
Comments