টরন্টোতে জমজমাট ঈদের হাট বাজার

টরন্টোতে এখন লাখের বেশি বাংলাদেশিদের বসবাস। ফলে স্বদেশের সংস্কৃতি চর্চা এবং লালনের জন্য প্রতি শনি-রোববার নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন চলে।
গত দুই দিন আন্তর্জাতিক নৃত্য দিবস, ১৩তম টরন্টো বইমেলা, গ্রান্ড ঈদ বাজার ও ফুড, সর্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন ইত্যাদি আয়োজনে মুখর ছিলো এই শহর। আগের সপ্তাহে হয়ে গেলো জমজমাট ৮ম বাংলাদেশ ফেস্টিভেল। এতে অংশ নেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, অভিনেতা মোশাররফ করিম প্রমুখ।
টরন্টোর ড্যানফোর্থের মেইন স্ট্রিট থেকে ফার্মেসি পর্যন্ত সিটি কর্পোরেশন বাংলা টাউন হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলা পাড়া এই সীমানা অতিক্রম করে আরো বর্ধিত হচ্ছে। তারই অংশ বিডি ফিউশন রেস্টুরেন্ট। সেখানে আসন্ন ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হলো- জমজমাট হাট বাজার।
আরএসপি আয়োজিত এই ঈদ মেলার হাট বাজারে স্বদেশি পণ্যের অনেকগুলো স্টল দেখা যায়। সেখানে বাংলাদেশের হস্তশিল্প, কারুশিল্প, দেশি গার্মেন্টস, দেশি খাবার মিলিয়ে একটি মিনি বাংলাদেশের হাটবাজারে পরিণত হয়।

আরএসপি কেবল একটি ব্যবসার চেয়েও বেশি কিছু - এটি একটি ভাগ করা স্বপ্ন যা তিনজনের বন্ধুত্ব থেকে বেড়ে ওঠে।
রাহাত, সোনিয়া এবং পিয়া তিন নারীর উদ্যোগে এই সংগঠন আরএসপি।
সানজিদা পিয়া জানান, বহু সংস্কৃতির দেশ কানাডায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপন করাই আমাদের স্বপ্ন। এখানে শুধু কেনাকাটাই নয়; আমরা এখানে বিনোদনের অন্যান্য ব্যবস্থাও করেছি। গান পরিবেশিত হয়েছে। রাফেল ড্র হয়েছে।
হাটবাজারের নেপথ্যের পৃষ্ঠপোষক জাহাঙ্গীর হোসাইন বলেন, এটা আরএসপির প্রথম মেলা। আগামীতে আরো বড় পরিসরে হাটবাজার বসবে। শুধু নামকরণেই নয়; কার্যক্রমেও হাটবাজার সুনাম এবং সাফল্য অর্জন করবে।
Comments