মালয়েশিয়া নারীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

মালয়েশিয়ায় চলন্ত বাসে নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার পুরাতন রাজধানী মালাক্কা রাজ্যের সেন্ট্রাল এক্সপ্রেস বাসে ঘটনাটি ঘটে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে। ঘটনাটির প্রমাণ রাখার জন্য ভুক্তভোগী নারী তার নিজের মোবাইলে ভিডিও করে রাখেন।
পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী এক স্থানীয় নারী ওই বাসে অভিযুক্ত পাশের আসনে বসে ছিলেন, তখন অভিযুক্ত বাংলাদেশের যুবক মেয়েটির কোনরকম অনুমতি ছাড়াই, বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করছিল। এ সকল ঘটনাটি মেয়েটি তার নিজের মোবাইলে ভিডিও ধারণ করে। বাসটি নির্দিষ্ট গন্তব্য স্থলে পৌঁছালে, ভুক্তভোগী নারীর বাবা, অভিযুক্ত বাংলাদেশের সম্মুখীন হন, তাকে তিরস্কার করেন এবং বিতর্কে জড়ান, ঘটনাটি বাসে থাকা সকল যাত্রীদের সামনে ঘটে।
পরবর্তীতে ভুক্তভোগী নারী পুলিশের কাছে অভিযোগ দিলে, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে, গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও অভিযুক্তকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান স্থানীয় নাগরিকরা।
Comments