মালয়েশিয়ায় ঢুকতে দেয়নি ৫১ বাংলাদেশিকে

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১ ভুয়া হোটেল বুকিং দেখিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করা ৫১ বাংলাদেশীকে প্রবেশের অনুমতি দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) ৬৭ জন বিদেশিকে বিমানবন্দরের মধ্যে এলোমেলো ভাবে ঘুরতে দেখে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সীমান্ত নিরন্তন ও সুরক্ষা সংস্থা প্রাথমিকভাবে ৬৭ জনকে তল্লাশি করে।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ৬৭ জন বাংলাদেশি টুরিস্ট ভিসায় এসে, কর্তব্যরত কর্মকর্তাদের কাছে, তাৎক্ষণিকভাবে রিপোর্ট না করে বিমানবন্দরের মধ্যে এলোমেলোভাবে ঘোরাঘুরি শুরু করে। তাদের এই অস্বাভাবিক ঘোরাঘুরি দেখে মালেশিয়ায় প্রবেশের আসল কারণ খোঁজার চেষ্টা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রাথমিক কাগজপত্র থেকে ভুয়া হোটেল বুকিং ও মালয়েশিয়ায় অবস্থানের জন্য পর্যাপ্ত ডলার না থাকায়, স্ক্রনিংয়ের ফলে ১৯৫৯/৬৩ সালের আইনের অধীনে নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৫১ একজন বাংলাদেশীকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি।
এর মধ্যে দুইজন বাংলাদেশি কর্তব্যরত অফিসারকে ফাঁকি দেওয়ার জন্য পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদে অনেকের স্বীকার করেন তারা মালয়েশিয়ায় এসেছে কাজের উদ্দেশ্যে।
শেষ তথ্য পাওয়া পযন্ত ৫১ জন বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।
Comments