নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গিকার প্রবাসী তরুণদের

নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গিকার নিয়ে ঘোষিত হয়েছে মালয়েশিয়াস্থ প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর 'সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি সেশন-২০২৫'।
এতে আগামী সেশনের জন্য মোহাইমিনুল ইসলামকে প্রেসিডেন্ট ও মেহেদি হাসান সুপ্তকে সেক্রেটারি মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির সাবেক প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (১ মে, ২০২৫) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। বিশেষ অতিথি ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের স্বত্বাধিকারী ও চিফ কমার্সিয়াল অফিসার ইউকে প্রবাসী জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের যেকোন পরিস্থিতিতে নীতি ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার কোন বিকল্প নেই। সুতরাং নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলাই হবে বিয়াম নেতাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে আরো ছিলেন নবগঠিত কমিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহমিদ তাজওয়ার তামিম, ভাইস প্রেসিডেন্ট এমডি ইয়া নাবিয়ুর রহমান, রাশেদুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি নাজমুল হাসান, আর্টস এন্ড কালচারাল এক্সো জয়নব, সদস্য মেহেদি হাসান, আরিফুল ইসলাম আপন প্রমুখ।
Comments