মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসীদের ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট

ঈদ পুর্নমিলনী উপলক্ষে প্রবাসে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলগুলো করে থাকেন নানা আয়োজন। এবার এক ব্যাতিক্রমী আয়োজন করেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসীরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে রবিবার ২০ এপ্রিল রাতে এ ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দুই দেশের প্রবাসীরা।
খেলা শেষে আয়োজক ও দুই দেশের প্রবাসীরা নিজেদের আনন্দ ও অবস্থান প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে দীর্ঘ সময় কাজ করে খেলাধুলা করা খুবই কঠিন। তবে ফুটবলের প্রতি ভালোবাসার কারণে, খেলার চর্চা ধরে রাখার জন্য, সাপ্তাহিক ও মাসিক ছুটির বিনোদন হিসেবে আমরা ফুটবল খেলি। সুস্থ বিনোদন, ফুটবল খেলার প্রতি ভালোবাসায় দুই দেশে প্রতিষ্ঠা করেছেন ফুটবল ক্লাব।
মালয়েশিয়ায় বিডিএফসি ও সিঙ্গাপুরের এসআরএস এফসি। খেলার জন্য মাঠভাড়া ও প্রয়োজনী জিনিসপত্র ক্রয়ের জন্য সহযোগিতা করেন, মালয়েশিয়া অনেক তরুণ প্রজন্মের বাংলাদেশী ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময় খেলার পরে দুই দেশের, কোন দল গোল না দিতে পারায়, ম্যাচটি ড্র হয়। সিঙ্গাপুর থেকে আসা খেলোয়াড় ও মালেশিয়ার অবস্থানরত খেলোয়াড়দের সম্মানে মেডেল পরিয়ে দিন আয়োজক কমিটি। জয় পরাজয়ের কথা ভুলে গিয়ে, ফুটবলের প্রতি ভালোবাসা ও সুস্থ বিনোদন প্রবাসীদের দিতে পেরে আয়োজক ও খেলোয়াড়রা, এ আয়োজন এর সার্থকতা খুঁজে পান।
এ সময় আয়োজন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিডিএফসি ম্যানেজমেন্ট সভাপ্রতি আব্দুল মবিন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মোঃ আলী আসগর মিলন,মোঃ রাফেজ রহমান রাসেল( সিনিয়র সহ-সভাপতি),মোঃ সাইফুদ্দিন,সাধারণ সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা,মোঃ আরিফুল ইসলাম দালিম(সহ সাধারণ সম্পাদক) বাপ্পী কুমার দাস, পিআর (জনসংযোগ), অপুর রায়হান(সাংগঠনিক সম্পাদক), মোঃ ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা ও ক্যাপ্টেনসহ কমিউনিটি নেতাসহ সাধারণ প্রবাসীরা।
Comments