ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের দূতের কাছে ছুটে গেলেন মোসাদের পরিচালক

রাশিয়া-ইউক্রেন নিয়ে বৈঠকের জন্য ফ্রান্সে থাকা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করতে প্যারিসে ছুটে গেলেন ইসরায়েলি এক মন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সেখানে গিয়ে তারা ট্রাম্পের দূতের সঙ্গে 'নীরব বৈঠকে' ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) রোমে পরমাণু ইস্যু নিয়ে ইরান-মার্কিন দ্বিতীয় দফার আলোচনা হবে। বৈঠকের সঙ্গে পরিচিত তিনটি ইসরায়েলি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, বৈঠকের আগে 'যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টার জন্য ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার এবং গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া প্যারিসে গিয়ে উইটকফের সঙ্গে অল্প সময়ের এই বৈঠক করেন'।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করেছেন যে, আমেরিকা ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাবে, যা ২০১৫ সালে ওবামা প্রশাসনের সই করা চুক্তির মতো হবে। যে চুক্তি থেকে ট্রাম নিজেই এর আগে সরে গিয়েছিলান।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং উইটকফের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে, রাশিয়া-ইউক্রেন নিয়ে প্যারিসের বৈঠকগুলোতে উইটকফ জোর দিয়ে বলেছেন, ইরানের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো কূটনৈতিক উপায়ে পারমাণবিক সংকট সমাধান করা এবং নিশ্চিত করা যে, ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না।
Comments