অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে শিল্পকলার মহাপরিচালকের পদ থেকে ইস্তফা সৈয়দ জামিলের

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা প্রদান করেছেন সৈয়দ জামিল আহমেদ। আজ সন্ধ্যায় (২৮ শে ফেব্রুয়ারি) মুনির চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের সমাপনী বক্তৃতায় এই ইস্তফা দেন তিনি।
এসময় তার বক্তৃতায় উঠে আসে বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা। তিনি দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না ফলশ্রুতিতে এমন সিদ্ধান্ত নেওয়া। এমনকি তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলায় বরাদ্দের ক্ষেত্রেও প্রায়শই করা হয় নানা গড়িমসি। শিল্পকলার বিকাশে দেওয়া হয়নি নূন্যতম বরাদ্দ।

এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ জানান, উপদেষ্টাদের অসহযোগিতা এবং শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা ও সীমাহীন দুর্নীতি এবং সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না। তাই এমন সিদ্ধান্ত।
Comments