বিতর্কিত নির্বাচনের সহযোগী ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

বিতর্কিত ১০তম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই নির্বাচন।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে।
যে ১০৩ কর্মকর্তার অনুকূলে দেওয়া পুলিশ পদক-২০১৮-এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকে অবসরে গেছেন, অনেকে পলাতক, কেউ গ্রেপ্তার, কেউ দুদকের মামলায় গ্রেপ্তার এবং অনেকে মারা গেছেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এ ছাড়া ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Comments