এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ১৬

মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যানবাহনের সংঘর্ষে আহত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকামুখী লেনে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট তিনটি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ১৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা আরেকটি পণ্যবোঝাই কাভার্ডভ্যানকে প্রথমে ধাক্কা দিলে সেটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি যাত্রীবাহীবাসকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান তিনি।
এর আগে ভোর সাড়ে ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর বেঁজগাও এলাকায় দুর্ঘটনার স্বীকার হয় আরেকটি যাত্রীবাহী বাস।
Comments