প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে বাজার
আগের সপ্তাহে টানা পতনের পর গত সপ্তাহে পুঁজিবাজারে ইতিবাচক গতিতে লেনদেন হতে দেখা গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তাই বাজারকে ইতিবাচক করতে ভূমিকা রেখেছে। এরমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সরকারের গ্যারান্টিতে তিন হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ১২ ডিসেম্বর মঞ্জুরীকৃত ঋণের অর্থ আইসিবির ব্যাংক হিসাবে জমা হয়েছে। ধারণা করা যায় আইসিবি পুঁজিবাজারে বিনিয়োগ করাতে বাজারে গতি ফিরেছে। আর আইসিবির মতো প্রতিষ্ঠান মৌলভিত্তির প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করায় সূচকে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে স্কয়ার ফার্মা, ইসলামি ব্যাংক, বীকন ফার্মা কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে এই তিন কোম্পানি ৫২ পয়েন্ট যোগ করেছে বলে ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বিশ্লেষণ থেকে জানা গেছে। এছাড়া গত সপ্তাহে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ারের ১১ টাকা দরবৃদ্ধি সূচকে ইতিবাচক ভূমিকা রেখেছে।
গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ১১৬ পয়েন্ট বেড়েছে। ব্লুচিপ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৫৬ পয়েন্ট এবং ডিএস শরীয়াহ সূচক ২৭ পয়েন্ট ইতিবাচক হয়েছে। এছাড়া একদিন সরকারি ছুটি থাকায় আগের সপ্তাহের তুলনায় মোট লেনদেন কম হলেও বাজার ইতিবাচক ছিল।
সাপ্তাহিক লেনদেনে বাজারে নেতৃত্ব দিয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২২ কোটি টাকা। লেনদেনে শীর্ষ দশে থাকা কোম্পানিগুলো ছিল ওরিয়ন ইনফিউশন, অ্যাকমি ল্যাব, বিএসসি, রবি, ফাইন ফুডস, জিপি। ৭৭ টাকা দর বেড়ে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এরপরে দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা কোম্পানিগুলো হচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেন, শার্প ইন্ডাস্ট্রিজ, বীকন ফার্মা, হামি ইন্ডাস্ট্রিজ, অ্যাকমি ল্যাব, বিএসসি, জেমিনি সী ফুড, ওয়াইম্যাক্স ও ফাইন ফুডস।
বি ক্যাটাগরির জাহিন টেক্স ১১ দশমিক ৯৪ শতাংশ কমে দরপতনের শীর্ষে অবস্থান করে। এরপরের কোম্পানিগুলো হচ্ছে এইচআর টেক্স, নিউলাইন ক্লোথিং, মেঘনা পেট্রোলিয়ম, এমালেল্ড অয়েল।