ঢাকা-জয়দেবপুর রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে গাজীপুরবাসীরা সহজেই ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে বিআরটি প্রকল্পে বিআরটিসি বাস সার্ভিস।
আজ (১৫ ডিসেম্বর) রোববার সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্প দুটির উদ্বোধন করেন।
উপদেষ্টা জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে ঢাকা-জয়দেবপুর রুটের কমিউটার ট্রেন চলাচল উদ্বোধন করেন।
উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের আত্মত্যাগ মনে রেখে তাদের জন্য কাজ করছে সরকার।
স্বল্প আয়ের মানুষের যাতায়াতের জন্য কমিউটার ট্রেন উপযোগী উল্লেখ করে স্বাধীনতা দিবসে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও নরসিংদী রুটেও কমিউটার ট্রেন চালুর ঘোষণা দেন রেল উপদেষ্টা।
ঢাকা-জয়দেবপুর রুটে চালু হওয়া তুরাগ কমিউটার এবং জয়দেবপুর কমিউটার ট্রেন ঢাকার বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে। এ ছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটারে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
এদিকে, বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করছে।
যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়ক ও রেলপথে এই দুটি সেবা কার্যক্রম শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
বিআরটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন না করেই সাধারণ মানুষের গণপরিবহন সেবা সহজলভ্য করতে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে জানিয়ে যোগাযোগ উপদেষ্টা বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে।
আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করে তিনি বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।