ঢাকায় প্রদর্শিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 'ট্রফি'
ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা উৎসব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফিটি তিন দিনের সফরে এখন আছে বাংলাদেশে। গতকাল (বুধবার) কক্সবাজার সমুদ্র সৈকতে প্রর্দশিত হয়েছিল সেই ট্রফি। আজ (বৃহস্পতিবার) সেটি আনা হয়েছে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান। কিন্তু সেখানে গিয়ে ভারতের না খেলার ঘোষণা এবং হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাবে ভেন্যু নিয়ে জটিলতা এখনো কাটেনি। তবে এরই মাঝে থেমে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি 'ডিপি ওয়ার্ল্ড'–এর তত্ত্বাবধানে ১৬ নভেম্বর থেকে ট্রফিটির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে পাকিস্তান থেকে। এরপর আফগানিস্তান হয়ে সোমবার রাতে ট্রফিটি এসেছে বাংলাদেশে।
আজ ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে প্রদর্শনের জন্য সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত রাখা হবে। শুক্রবার ১৩ ডিসেম্বর ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি থাকবে মিরপুর স্টেডিয়ামে, সেখানে বর্তমান এবং সাবেক ক্রিকেটাররাসহ ক্রিকেট সংশ্লিষ্ট সকলেই এই ট্রফি প্রর্দশন করতে পারবেন।
১৩ ডিসেম্বর এই ট্রফি বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় যাবে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত হয়ে জানুয়ারির ২৭ তারিখে পুনরায় পাকিস্তানে ফিরবে ট্রফি। এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দেশেই ট্রফি প্রদর্শিত হবে।