জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধন করার নির্দেশনা
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে আগামী ২ জানুয়ারির আগেই সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।