ঝড়-বৃষ্টিতে এসি চালানো কতটা নিরাপদ?

গরমের দিনে অনেক বাসাতেই স্বস্তি পেতে এসিই হয়ে একমাত্র ভরসা। কিন্তু সাম্প্রতিক ঝড়বৃষ্টিতে আবহাওয়ার পরিবর্তন ঘটলেও, সমস্যা একেবারে মিটে যায়নি। কারণ বৃষ্টির দিনে ঘর গুমোট হয়ে ওঠে, দরজা-জানালা বন্ধ রাখতে হয়, আর তখনই অনেকেই এসি চালিয়ে স্বস্তি খোঁজেন। তবে প্রশ্ন হলো—ঝড়-বৃষ্টির সময় এসি চালানো কি আদৌ নিরাপদ? মার্কিন লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট হ্যাভকডটকমে বিশেষজ্ঞরা এ নিয়ে কথা বলেছেন।
বিশ্বের অনেক শীর্ষস্থানীয় এসি সংস্থার মতে, ঝড়বৃষ্টির সময় এসি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এই সময়ে প্রকৃতিতে উৎপন্ন হতে পারে প্রায় ৫০০ কোটি জুল শক্তির বজ্রবিদ্যুৎ। যদি এই তড়িৎ এসির সার্কিটে প্রবেশ করে, তাহলে মুহূর্তেই যন্ত্রের বড় ধরনের ক্ষতি হতে পারে। শুধু যন্ত্রপাতিই নয়, এতে হতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনাও।
সার্কিট ব্রেকার কি নিরাপদ: অনেকে ভাবেন, এসির সঙ্গে সংযুক্ত সার্কিট ব্রেকার সব সমস্যা ঠেকাতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের শক্তি এতটাই বেশি হতে পারে যে সার্কিট ব্রেকার কাজ করার আগেই সেটি মেশিনে পৌঁছে যেতে পারে। ফলে সার্কিট ব্রেকার থাকলেও ঝুঁকি থাকে।
আর্থিং থাকলেও নিশ্চিন্ত হওয়া যাবে না: ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষার জন্য সাধারণত আর্থিং ব্যবস্থা রাখা হয়। তবে সব সময় এই আর্থিং কাজ করে এমন নয়। অনেক ক্ষেত্রে আর্থিং থাকা সত্ত্বেও দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাই শুধুমাত্র আর্থিংয়ের উপর ভরসা করে ঝড়ের মধ্যে এসি চালানো উচিত নয়।
ঝড়বৃষ্টির সময় যা করবেন: বিশেষজ্ঞদের পরামর্শ—ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দেয়া উচিত। যদি বৃষ্টিপাত খুব প্রবল হয়, তাহলে কিছু সময়ের জন্য হলেও এসি ব্যবহার বন্ধ রাখা উচিত। কারণ বাইরে রাখা এসির ইউনিটে অতিরিক্ত পানি ঢুকলে মেশিনে শর্ট সার্কিট বা অন্য সমস্যা দেখা দিতে পারে।
ঝড়বৃষ্টির দিনে একটু সতর্কতা আপনাকে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারে। তাই আবহাওয়ার পূর্বাভাস দেখে, বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা থাকলে, এসি ব্যবহার না করাই ভালো। আর নিরাপদ থাকতে চাইলে ঘরের আর্থিং এবং সার্কিট ব্রেকার নিয়মিত পরীক্ষা করাও জরুরি।
Comments