৪২০ কেজি ওজনের মোহাম্মদ আলীকে ফায়ার সার্ভিসের সহায়তায় দাফন
৪২০ কেজি ওজনের মালয়েশিয়ান নাগরিক শেখ মোহাম্মদ আলী ওমর (৪৪) মারা গেছেন।
মালয়েশিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) বিকালে মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শারীরিক স্থুলতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেননি শেখ মোহাম্মদ আলী ওমর। রোববার সকালের দিকে নিজের ঘরের টয়লেটের ভেতর অসুস্থ হয়ে পড়লে অবস্থার আরও অবনতি হয়।
পরে পরিবারের পক্ষ থেকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় দমকলবাহিনীর সহযোগিতা নেন ওমরের পরিবার। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হলে একইদিন বিকেলে মারা যান শেখ মোহাম্মদ আলী ওমর।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ওমর দীর্ঘদিন ধরে গেঁটে বাত রোগে ভুগছিলেন।
কেলানতান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ উইল্ডন আজহারি জানান, রোববার টয়লেটের ভেতর থেকে উদ্ধার করে দাফনের জন্য সাহায্যের আবেদন করেছিলেন নিহতের পরিবার।
এরপর কেলানতান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের দমকল কর্মীরা পরিবারের অনুরোধে সাড়া দিয়ে পাঁচ টন ওজনের একটি লরি, হাইলাক্স, ট্রাইটন, ইএমআরএস নিয়ে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।
সেখান থেকে হাইড্রোলিক এক্সক্যাভেটর ব্যবহার করে মরদেহটি কেলান্তানের পাসির হোরের কাম্পং জায়া ইসলামিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে ২০ জন দমকলকর্মী ও স্থানীয় ১০০ জন গ্রামবাসীর সহায়তা শেখ মোহাম্মদ আলি ওমরের মরদেহ দাফন করা হয়।