মালয়েশিয়ায় আলাদা অভিযানে ৬৩ জন গ্রেফতার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী কুয়ালালামপুর শহরের বুকিত বিন্তাং ডাং ওয়াঙ্গি ও কেলান্টানে অভিযানে মোট ৬৩ জন অনিবন্ধিত অভিবাসী ও তিন জন স্থানীয় নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন।
স্থানীয় সময় মঙ্গলবার ( ১৫ এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুরে পাঁচটি স্থানে অভিযান চালিয়ে ৬২ জনকে চেক করে ৩৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৭ জন বাংলাদেশী পুরুষ, ২ ভারতীয় পুরুষ, ১ জন ইন্দোনেশিয়া নারী ও তিন জন স্থানীয় নাগরিক।
তিন জন স্থানীয় নাগরিক যারা নিয়োগ কর্তা দুই জন পুরুষ ও একজন নারী।
দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬(১) (ডি)এর অধিনে অবৈধভাবে অভিবাসী কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য ঘটনা তদন্ত করা হচ্ছে। অন্যদিকে ইমিগ্রেশন বিভাগের কেলান্টান রাজ্য ১৫ এপ্রিল সকালে ৪ টায় অভিযান চালিয়ে ৩৩ অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করেছে।
এদের মধ্যে ২০ জন বাংলাদেশী পুরুষ, ৫ জন ইন্দোনেশিয়ান পুরুষ, দুই থাই পুরুষ, দুই মিয়ানমার, একজন চীনা একজন করে নেপালের নারী পুরুষ, একজন ইন্দোনেশিয়া নারী ছিল।
আটক সকলকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫ (১) এর অধীনে তদন্ত করা হচ্ছে এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর প্রবিধান ৩৯ খ এর তদন্ত করা হচ্ছে।
Comments