ভেনিসে রোজাদারদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরব পৌরসভার ৯নম্বর ওয়ার্ড চন্ডিবের বাসীর উদ্যোগে এই রোজদারদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার স্থানীয় গ্রাণ্ড সেন্টাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রবাসীদের স্বাগত জানান সিরাজুল হক, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, হান্নান মিয়া, আবুল বাশার, মোহাম্মদ লোকমান ও মিজানুর রহমান।
ইফতারের আগে ভেনিসে বসবাসরত চন্ডিবের প্রবীণ ও নবীনদের আলোচনায় মিলেমিশে থেকে নিজ গ্রামের প্রবাসীদের পাশে থাকার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন। পরে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে বলেন, প্রতি বছর যেন ইফতার মাহফিলের কার্যক্রম অব্যাহত থাকে।
ইফতার ও মতবিনিময় পরিচালানা করেন মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, জনি মিয়া, সানি মিয়া ও সামি খান।
পরিশেষে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে চন্ডিবের বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
Comments