ইটালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ইটালির ভেনিসে কুমিল্লা প্রবাসীদের বৃহৎ সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় আট শতাধিক রোজাদার এক সাথে এ ইফতারে শরিক হন। ইফতারের পূর্বে মসজিদে আসা রোজাদারদের স্বাগত জানান বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আজাদ খান, সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও প্রথম সদস্য শরীফ মৃধা।
ইফতারের আগে রোজাদারদের সামনে রমজানের উপর আলোচনা ও রোজার ফজিলত নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
কুমিল্লা সমিতির প্রধান পৃষ্ঠপোষক উদ্দিন রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আওলাদ হোসেন , সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ- সভাপতি শহিদুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সম্পাদক নূরে আলম, নজরুল ইসলাম,শামীম সহ সমিতির নেতৃবৃন্দরা সার্বিক সহযোগিতা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরিশেষে আজানের পূর্বে সমিতির দেশ ও প্রবাসের সকল সদস্যের পরিবারের সুস্থতা ও মৃত সদ্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Comments