যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে-এর ২০২৫- ২০২৭ পূর্ণাঙ্গ কমিটি গঠন

গত ২৩/০২/২০২৫ ইং তারিখে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার সূতিকাগার লন্ডনে, যুক্তরাজ্যের সরকার অনুমোদিত প্রথম বৃহত্তম বৌদ্ধ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Bangladesh Buddhist Council UK (বিবিসি ইউকে) এর গঠনতন্ত্র অনুসারে গনতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটির সভাপতি সুমন বড়ুয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া এর নাম ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন কল্পে গত ৪ মার্চ ২০২৫ নতুন কমিটিতে ধর্মীয় উপদেষ্টা পদে জেতবন বিহারের অধ্যক্ষ শাসনকীর্তি এইচ মহিপাল মহাথের, উপদেষ্টা পদে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অঞ্জন কান্তি বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, রানা মুৎসুদ্দি, অরুণাংশু বড়ুয়া, প্রকাশ চৌধূরী, দীপক বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রত্না বড়ুয়া, রিপণ বড়ুয়া, পার্থ বড়ুয়া ও শুভংকর বড়ুয়া।

এছাড়াও,কার্যকরী উপদেষ্টা পদে সজীব চৌধূরী, সহ-সভাপতি পদে টিপলু বড়ুয়া,সুলেখা বড়ুয়া, শিমুল বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, মীরা বড়ুয়া,বিপ্লব কিশুর বড়ুয়া, সোমা বড়ুয়া চৌধূরী ও রয়েল বড়ুয়া। সহ সাধারণ সম্পাদক পদে সুমন তালুকদার ও শীলময় বড়ুয়া শিপন সাংগঠনিক সম্পাদক পদে উজ্জ্বল বড়ুয়া ও ভূবন আনন্দ সিংহ, দপ্তর সম্পাদক পদে সুমিত বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে অপর্ণা চৌধূরী,আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে সৈকত বড়ুয়া, প্রেস ও মিডিয়া সম্পাদক পদে বিকাশ বড়ুয়া সহ ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটি গঠনে চন্দন বড়ুয়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন।
Comments