আমেরিকায় সম্মাননা পেলেন সাংবাদিক এহসান উদ্দিন

আমেরিকায় নিজের কাজের মধ্য দিয়ে কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সাংবাদিক মো এহসান উদ্দিন ( এহসান জুয়েল)। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির 'ব্রঙ্কস কমিউনিটি ডিস্ট্রিক্ট নাইন' এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননাপত্র তুলে দেয়া হয়।
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ অনুষ্ঠান হয়। একই সময়ে সম্মাননা জানানো হয় এনওয়াইপিডিতে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে। কমিউনিটি ডিস্ট্রিক্ট নাইনের চেয়ারপার্সন মাস্টার অব ল'য মোহাম্মদ এন মজুমদার এ সম্মাননা তুলে দেন।
এ সময় তিনি বলেন, সাংবাদিক মো এহসান উদ্দিন তার কাজের মধ্য দিয়ে কমিউনিটির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার রক্ষাসহ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কর্মকর্তা, ডিস্ট্রিক্ট থার্টি ফোরের সিনেটর নাথালিয়া ফার্নান্দেজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন।
'ব্রঙ্কস কমিউনিটি ডিস্ট্রিক্ট নাইন' হলো নিউ ইয়র্ক সিটির স্থানীয় সরকার বোর্ড, যার অধীনে সিটির ক্যাসল হিল, ক্লাসন পয়েন্ট, হার্ডিং পার্ক, পার্কচেস্টারসহ বেশ কয়েকটি এলাকা রয়েছে। সাংবাদিক এহসান জুয়েল বাংলাদেশে সময় টিভি, এখন টিভি, এনটিভি, আরটিভি, দৈনিক জনকন্ঠ, সাপ্তহিক-২০০০ এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কাজ করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ, ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিক্যাব, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Comments