‘সংযুক্ত আরব আমিরাতে রিয়েল স্টেট্ ব্যবসায় বাংলাদেশিরা উন্নতি করছে’
সংযুক্ত আরব আমিরাতে রিয়েল স্টেট্ ব্যবসা এই বছর গত বছরের চেয়ে বেশ উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ আহমেদ বিন সুতান আল নাঈমী। এসময় তিনি আরও বলেন, বর্তমানে ইউরোপ, মিডেলিষ্ট এর সাথে সাথে বাংলাদেশীরাও এই ব্যবসায় বিনিয়োগ করছেন।
সম্প্রতি আজমানে বাংলাদেশী প্রতিষ্ঠান এন আর আই রিয়েল স্টেট্ এর শুভ উদ্বোধন কালে তিনি এমন্তব্য করেন। এইসময় উপস্থিত ছিলেন যৌথ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নাজেম,ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম সিআইপি ও মোঃ শাজাহান। আরো ছিলেন, এন আর আই জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল, নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল মানানসহ অনেক।
Comments