ভেনিসে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রানপিয়াভে ফুড কোর্টের উদ্বোধন
ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রানপিয়াভে ফুড কোর্টের উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রানপিয়াভে উদ্বোধন করেন ভেনিস মেট্রোপলিটন সিটির মেয়র লুইজি ব্রুগনারো এবং রেস্টুরেন্টের তিন কর্ণধার শাহাদাৎ হোসেন,মাসুম খান ও মাহবুবুর রহমান কে সঙ্গে নিয়ে কেক কাটেন ভেনোতো বিভাগের এমপি রাফায়েলে স্পেরাঞ্জন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যবসায়ীসহ ইতালীয়ান এবং বাংলাদেশী কমিউনিটির কয়েক শতাধিক নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র উদ্বোধন শেষে বাংলাদেশিদের প্রশংসা করেন এবং আগামীতে আরো যেন ভেনিসসহ গোটা ইতালিতে বাংলাদেশিরা আরো তাদের সুনাম বৃদ্ধি করবে বলে আশা করেন।
ভেনিসে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মেয়র ও এমপিদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করেছে।