বাংলাদেশী নারীসহ বিভিন্ন দেশের ৫৬ অভিবাসী কর্মী গ্রেফতার মালয়েশিয়ায়
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা করার অপরাধে ৬ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৫৬ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ, এদের মধ্যে নারীও আছে।
স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে সেমনিহ,বালাকং জায়ার একটি কাঠের কারখানা ও একটি প্লাস্টিকের কারখানায় অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন। অভিযানে ডিভিশন এনফোর্সমেন্ট, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া কর্মকর্তাদের একটি দল অংশগ্রহণ করে।
গোয়েন্দা তথ্যে ও স্থানীয় নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযানে স্থানীয় নাগরিকসহ মোট ৮২ জনকে কাগজপত্র যাচাই-বাছাই করা ৫৬ জনকে আটকে করে। আটকদের মধ্যে তিনজন ইন্দোনেশিয়া পুরুষ ও চার জন নারী, মায়ানমারের ২৭ জন পুরুষ ও ১১ জন নারী, ৫ জন বাংলাদেশী পুরুষ ও একজন নারী, ৪ জন থাইনারী, ১ জন চিনাসহ বিভিন্ন দেশের মোট ৫৬ জনকে আটক করা হয়।
আটককৃত বিদেশি নাগরিকদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর তদন্ত করার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
Comments