মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার নারী হত্যায় অভিযুক্ত বাংলাদেশী
মালয়েশিয়া ইন্দোনেশিয়ার এক নারীকে হত্যার অভিযোগে (২৩) বছর বয়সী শিমুল নামে এক বাংলাদেশীকে অভিযুক্ত করে রায় দিয়েছে মালয়েশিয়ার একটি ম্যাজিস্ট্রেট কোর্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতি জয়নালের বাজেট হোটেলের পরিছন্নতাকর্মী নুরহায়াতিকে (৩৯) হত্যার অভিযোগটি আসামিকে পড়ে শোনানো হয়। ধারনা করা হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
অভিযোগ পত্রে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাত ১০ টায় কুয়ালামাপুরের পুচংয়ের তামান মাওয়ারে পরিস্কার পরিচ্ছন্ন কর্মী নুরহায়াতিকে হত্যার অভিযোগ উঠে শিমুল বাবুর বিরুদ্ধে।
হত্যা মামলাটি উচ্চ আদালতের একতিয়ারে থাকায় আসামি শিমুলের কোন আবেদন রেকর্ড করা হয়নি। আদালত শুনানি শেষে আসামির জামিনে মুক্তি না দিয়ে ১৪ মার্চ শুনানির দিন ধার্য করেন।
আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হলে স্থানীয় আইন অনুযায়ী ৬ এর ৩ ধারায় সর্বোচ্চ ১০ হাজার রিংগিত জরিমানা এবং অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে আসামি।
সেরডাং পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান গত ৪ জানুয়ারি এক বিবৃতিতে জানায়,৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১০ টার দিকে ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানায় ঔই হোটেলের এক কর্মী।
উক্ত তথ্যের ভিত্তিতে ৩ জানুয়ারির বিকালে সেরডাং জেলা পুলিশ সদর দপ্তর ও সেলঙ্গার পুলিশ বাহিনীর তদন্তকারী পুত্রযায়া থেকে শিমুলকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশি যুবক শিমুল, ইন্দোনেশিয়া ওই নারীকে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছে।