মালয়েশিয়ায় নারীসহ গ্রেপ্তার ৫৩ জন
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের নিয়মিত অভিযানে নারীসহ গ্রেপ্তার হয়েছে ৫৩ জন। স্থানীয় সময় শুক্রবার ( ৩ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হওয়া অভিযানে বাংলাদেশীসহ ১৪১ জনকে তাদের কাগজপত্র চেক করা হয়। তাদের নারীসহ ৫৩ জনকে অভিবাসনের বিভিন্ন অপরাধে গ্রেফতার করা ।
সেলঙ্গার ইমিগ্রেশন এর পরিচালক খায়রুল আমিসুন কামরুদ্দিন বলেন, কুয়ালালামপুর শহরের নিকটবর্তী স্থান, আমপাংয়ের জালান মেমান্ডা ৯ তামান দাতুক আহমেদ রাজলির একটি শপিং মহলে অভিযান পরিচালনা করে তারা। এ সময় গ্রেফতার অনেকেই গ্রেফতার এড়াতে মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটকও করেন, আবার অনেকে ইমিগ্রেশন অফিসারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তবে সব পরিস্থিতি মোকাবিলা করে। মালয়েশিয়ার অভিবাসন আইন অমান্য করায় তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ৫৩ জন বিদেশির মধ্যে ৩৩ জন পুরুষ ও ২০জন নারী, যাদের বয়স যথাক্রমে ১৪ থেকে ৬৫ বছরের মধ্যে।
এদের মধ্যে ১৭জন ভারতের নাগরিক, আফগানিস্তান এর ১১, বাংলাদেশের ৬, এবং নেপাল অস্ট্রেলিয়া, মায়ানমার, পাকিস্তানের তিন জন করে। দুইজন ফিলিস্তিনি, সুইডিশ, তানজানিয়ান, মরক্কোর সোমালিয়া এবং নাইজেরিয়ার একজন করে নাগরিক গ্রেফতার হয়।
খায়রুল আমিনুস জানান, তাদের সবাইকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) সি এবং একই আইনে ১৫ (১) (স) ধারায় অপরাধের জন্য গ্রেফতার করা হয়।