বাংলাদেশ প্রবাস ক্লাব ইউ এই এর উদ্যোগে দু-দেশের বিজয় দিবস উৎযাপন ও কমিটির আংশিক পুর্নগঠন
বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের বিজয় ৫৩ উদযাপন ও বাংলাদেশ প্রবাস ক্লাব কমিটির আংশিক পুনর্গঠন হয়।
'মানুষ মানুষের জন্য প্রবাসী সবার জন্য'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন বাংলাদেশ প্রবাসী ক্লাবের উদ্যোগে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে দেশ গঠনে ভূমিকা রাখা প্রবাসীদের উৎসাহ প্রদানে বুধবার (২৯ ডিসেম্বর) দুবাই সময় রাত ১১টায় দুবাই এর দেইরা ক্রিক থেকে ক্রুজ ভ্রমণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাস ক্লাবের রেমিট্যান্স যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের (দু-দেশের) বিজয় দিবস উৎযাপন ও কমিটির আংশিক পুনর্গঠন করেন।
বাংলাদেশ প্রবাস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস.এম.ফয়জুল্লাহ (ফয়সাল) শহিদের সভাপতিত্বে বহুদেশের প্রবাসীদের সঙ্গে একীভূত হয়ে শত শত প্রবাসী বাংলাদেশি পরিবারসহ ক্রুজ ভ্রমণের আনন্দগন সময়ে আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান দেখিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সৈনিক।
বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল হাসান সাঈদ, সিনিয়র সহসভাপতি আফতাব রোমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক পূর্বকোণ আমিরাত প্রতিনিধি নাসিমুদ্দিন আকাশসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যেকোন দুর্যোগে, দেশের মাটি ও মানুষের সুখেদুঃখে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা অর্থনীতি চাঙ্গা রাখতে ও দেশের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষভাবে হাল ধরেন। বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশ গড়ায় ভূমিকা রাখেন।
সভাপতি এস.এম.এফ শহিদ বলেন, এ সংগঠন বিগত এক বছর ধরে প্রবাসীর আপদে বিপদে সাথী হয়ে কাজ করে যাচ্ছেন। নমুনা ধরে তুলে ধরে তিনি বলেন, ২৯ ডিসেম্বর দুবাইয়ে ইন্তেকাল করা 'মুহাম্মদ আফতাব উদ্দীন' নামক সিলেট মৌলভীবাজারের প্রবাসী এক ভাই এর লাশ দেশে পাঠানোর জন্য তার আপনজনদের সঙ্গে নিয়ে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডনের এক নিকটস্থ ভাইয়ের আর্থিক সহযোগিতায় যথাযথ সহযোগিতার উদ্যোগ কার্যক্রম গ্রহণ করেন।
এসময় কমিটির আংশিক পুনর্গঠন ঘোষণা করেন অনুষ্ঠানের অতিথিরা।
বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত আংশিক কমিটিতে যারা রয়েছেন।
সভাপতি এস.এম.ফয়জুল্লাহ ( ফয়সাল ) শহিদ।
সিনিয়র সহ সভাপতি মহিউল করিম আশিক। সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস মিয়া বুলবুল, মুহাম্মদ আলম শওকত, মুহাম্মদ ফিরোজ মিয়া, রিপন তালুকদার, মনির হোসেন। সাধারণ সম্পাদক এম শামসুর রহমান সোহেল। সাংগঠনিক সম্পাদক ন ম জিয়াউদ্দীন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন আরিফ। সহ সাধারণ সম্পাদক শাহজালাল সিকদার। মুহাম্মদ গোলাম সরওয়ার। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি। সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুমন (সিলেটি)। সহ সাংগঠনিক সম্পাদক মুবারক হোসেন। সহ প্রচার সম্পাদক সাগর চন্দ্র স্বপন।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, বরিশাল কল্যাণ বিভাগের সভাপতি নাজমুল হাসান সাঈদ, জাফরুল্লাহ মাতব্বর প্রমুখ।