মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি
মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন কুলালামপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দুতলায় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এর সই করা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলায় হয়, হাইকমিশনে সেবা দেয়ার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, দূতাবাস বিভিন্ন প্রদেশে কনস্যুলার সেবা প্রদান করে আসছে, এর ধারাবাহিকতায় ৪ ও ৫ জানুয়ারি ( শনিবার রবিবার) ইপোহ রাজ্যে এবং ১১ ও ১২ জানুয়ারি ( শনিবার ও রবিবার) জহুরবারু রাজ্যে সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ৪.০০ পর্যন্ত, পাসপোর্ট তথ্য সংশোধনীয় সংক্রান্তপত্র, বিভিন্ন চিঠিপত্র, পরিচিতি মূলক পত্র। পাসপোর্ট এর ফটোকপি সত্যায়িত, জন্ম নিবন্ধন এর সত্যায়ন। ট্রান্সফার অব রেসিডেন্সি দেশত্যাগের পরিবর্তনের প্রত্যয়ন পত্র। একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন। ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়ন, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন। মালেশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন। পুলিশ ক্লিয়ারেন্স কপি সত্যায়ন। অন্যান্য কাগজপত্র সত্যায়ন, উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কনস্যুলার টিমের নিকট জমা করতে হবে। বৈধ চ্যালেঞ্জের রেমিট্যান্স প্রেরণ ও প্রবাসী স্কিন খোলার ব্যাপারে উদ্বুদ্ধকরণ এছাড়াও গণ শুনানি কার্যক্রম চলেবে।
তবে এই সকল সেবা গ্রহণের ক্ষেত্রে http;// appointment.bdhckl.gov.bd/others লিঙ্কে গিয়ে ইপোহ এর জন্য ইপোহ জন্য ১ জানুয়ারি ও জহুরবারু জন্য ৮ জানুয়ারি মধ্যে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে নেওয়া এপয়েন্টমেন্ট বাদে কোন প্রবাসীকে সেবা দেয়া সম্ভব হবে না।
সরাসরি এ কনস্যুলার সেবার পাশাপাশি আগের মতো pos Malaysia এর সেবা চালু থাকবে।
মালয়েশিয়া প্রবাসীদের দাবি শুধু ছুটির দিনে নয়, মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে সপ্তাহে ছয় দিন দূতাবাসের স্থায়ী কনস্যুলার সেবা প্রত্যাশা করে তারা। যাতে করে ছুটি নিয়ে বিভিন্ন প্রদেশ থেকে কুয়ালালামপুরের যেতে না হয়।