মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশি সহ দুই লাখ প্রবাসীর নিবন্ধন
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা অভিবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ চালু রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এই সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ২ লাখের বেশি প্রবাসী অভিবাসী প্রত্যাবাশন কর্মসূচিতে নিবন্ধন করেছে। এই কর্মসূচিতে ইতিমধ্যে বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন বাংলাদেশী কর্মী তাদের নাম নিবন্ধন করেছে বলে জানা গেছে।
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরতে গত ১ মার্চ ২০২৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে ১১০ টি দেশের মোট দুই লাখ ছয় হাজার ৬০০ জন অবৈধ অভিবাসী কর্মী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। গত বুধবার ( ১১ডিসেম্বর) এ তথ্য জানান তিনি।
এই কর্মসূচিতে সব থেকে বেশি নিবন্ধন করেছে ইন্দোনেশিয়ার ৯৮ হাজার ২৫৯ জন, বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজা ৮৯ জন, মিয়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন।
এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ১ লাখ ৮০ হাজার ৩৪৩ জন অবৈধ অভিবাসী কর্মী তাদের নিজ নিজ দেশে ফিরেছে। ধারণা করা হচ্ছে, ফিরে যাওয়ার সকলে অধিকাংশই বেকার ছিল না হলে মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ কোন নথিপত্র ছিল না। এছাড়াও এর মধ্যে সাম্প্রতিক কলিং ভিসায় আসা প্রতারিত হওয়া কর্মীরাও রয়েছে।