মালয়েশিয়ায় হয়ে গেলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ এর সিজন থ্রি
মালয়েশিয়া প্রবাসীদের সম্মান দেখাতে, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি । রাজধানী কুয়ালালামপুরের উইসমা এমসিএ'র অনুষ্ঠানকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন টালিউড কিং শাকিব খান।
রোববার ছুটির দিন হওয়ায় প্রিয় তারকাদের দেখতে দূর দূরান্ত প্রদেশ থেকে ছুটে আসেন প্রবাসীরা।
ঢালিউড কিং শাকিব খানের পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির অসাধারণ নৃত্যে মন কাড়ে প্রবাসীদের। ক্লোজ আপ ১ তারকা পুলক অধিকারীর একের পর এক মনমুগ্ধকর গানে মেতে উঠেন প্রবাসীরা। এছাড়াও গান পরিবেশন করেন তরুণ উদীয়মান শিল্পী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও।
তবে বরাবরের মতন দর্শকদের মন জয় করে নেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, তিনি মালয়েশিয়া প্রবাসীদের কাছে জনপ্রিয় একটি মুখ, এছাড়া দলীয় নৃত্যে প্রবাসীদের মন কাড়েন মিম চৌধুরী।
এই জমকালো আয়োজনের সম্পূর্ণ বাদ্যযন্ত্রে ছিলেন মালয়েশিয়া প্রবাসীরা। প্রবাসে থেকে এত সুন্দর বাদ্যযন্ত্র পরিচালনা করায় ঢাকা থেকে আগত শিল্পীদের প্রশংসা কুড়ান তারা।
এই আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে থেকে বিভিন্ন শ্রেণী পেশার, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
সম্মাননা তুলে দেন ঢালিউড কিং শাকিব খান।