মালয়েশিয়ায় বন্ধ হলো বাংলাদেশি মসজিদ সুরাও আল খায়ের
মালয়েশিয়ার কুয়ালালামপুরের ট্যুরিজম এলেকা বুকিট বিনতাংয়ের জালান নাগাসারি এলেকায় এক যুগ আগে বাংলাদেশীদের নামাজ পড়ার জন্য গড়ে তোলা হয় সুরাও আল খায়ের নামের একটি মসজিদ সেটি বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ( ডিবিকেএল)।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুম্মার নামাজের আগ মুহূর্তে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ও আগামা ইসলামের উপস্থিতিতে মসজিদটি বন্ধ করা হয়।
আশেপাশে বসবাসকারী বাংলাদেশীদের কাছ থেকে জানা যায়, এক যুগ আগে বাংলাদেশী ব্যবসায়ী হাজী কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশীদের নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসী ব্যবসায়ী ধাতো কালাম, ব্যবসায়ী ইসলাম, ব্যবসায়ী রাসেল রানাসহ অনেকে মিলে অর্ধ লাখ রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করে।
এ মসজিদটিতে প্রতিদিন নামাজের সময় শত শত মানুষ নামাজ আদায় করতেন। শুক্রবারে জুম্মার দিনে হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতেন।
মসজিদটি বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে এটির তত্ত্বাবধানে থাকা ব্যবসায়ী রাসেল জানান, মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত।
মালয়েশিয়ার রুল অফ'ল এর নীতি অনুসরণ করে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকল বিদেশিকে তা মানার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
জুম্মার দিন হওয়া অনেক মুসল্লী নামাজ পড়তে এসে ফিরে যান। তারা এসে দেখেন মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে এবং পুলিশ পাহারায় আছে।
বুকের বিন্তানের জ্বালান আলোর এলেকায় বসবাস রত বাংলাদেশীরা নিজেদের নামাজ পড়ার জন্য স্থায়ী একটি মসজিদ নির্মাণের দাবি জানান।